Monday, February 7, 2011

বইমেলা এখন বই প্রেমিকদের দখলে

বইমেলা এখন বই প্রেমিকদের দখলে

আবু জুবায়ের: বই মেলার ষষ্ঠ দিন অতিবাহিত হলো গতকাল। এবারের মেলাতে ইলেক্ট্রনিক মিডিয়ার উপস্থিতি চোখে ড়া মতো এটিএন, দেশ টিভি, একুশে টেলিভিশন, বাংলা ভিশন, আরটিভিসহ অন্যান্য টেলিভিশন নিয়মিত প্রচার কার্যক্রম পরিচালনা করছে সব টিভি চ্যানেলের ক্যামেরার সামনে উপস্থিত হচ্ছে বিশিষ্টজনরা

ছুটির দিনের তুলনায় গতকাল দর্শক উপস্থিতি কিছুটা কম লক্ষ্য করা গেছে। সন্ধ্যার দিকে হরতালের প্রভাব হয়তো কিছুটা পড়েছে মেলা আয়জনে। মেলায় গতকাল ১২০টি বই এসেছে। নতুন বই এর মধ্যে ইমদাদুল হক মিলনের নুরজাহান (শেষ পর্ব), কিশোরী, হাসির পাঁচ উপন্যাস সমগ্র, ফুল বাগানের মেয়ে, বৃষ্টি নেমেছিলো, মোস্তফা কামালের জনক জননীর গল্প, নন্দিনী, তুমি কোথায়, সুমন্ত আসলামের আজ আমার ছুটির নিমন্ত্রনে, সেলিনা হোসেনের যমুনা নদীর মুশায়রা ইত্যাদি বইমেলায় কথা হলো কিকিও বর্ণমেলার স্বত্তাধিকারি কাবেরী মুস্তাফার সাথে তাঁর কাছে জানতে চেয়েছিলাম এবারের মেলায় বিক্রি কেমন হচ্ছে- তিনি বলেন, আমরা আসলে ডিজিটাল প্রকাশনা সংস্থাআমাদের এখানে ছোটদের প্রকাশনাই বেশি। গতবারের তুলনায় এবার আমাদের ডিজিটাল প্রকাশনার সংখ্যা বেশি প্রতিদিন সন্ধ্যার দিকে বিক্রির পরিমান বৃদ্ধি পায়। এবারের মেলার পরিবেশে আমি খুশি বইমেলাতে চলছে গনস্বাক্ষরতা কার্যক্রম। জাতিসংঘের অফিসিয়াল ভাষা হিসাবে বাংলাকে স্বীকৃতি আদায়ের চেষ্টা এটি। মেলায় আসা অনেক দর্শক এই কার্যক্রমে অংশ গ্রহন করছে। গতকাল মেলায় বিশিষ্ট ব্যাক্তিদের মধ্যে যাদের দেখা গেছে- বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য পবিত্র সরকার, আতাউর রহমান, ফকির আলমগীর, সৈয়দ শামছুল হক, আনোয়ারা সৈয়দ হক, আসলাম সানী, আলম তালুদার, .ইব্রাহিম খালেদ প্রমূখ।

বই মেলা প্রবেশ পথে নিরাপত্তা তল্লাশি ছবিঃ দিদারুল ইকবাল

মেলায় আসা দর্শকরা বই কেনার দিকে এখন মনযোগ দিতে শুরু করছে সিআরআই-এসএমএফ কনফুসিয়াস ক্লাস রুম আজকেও অনেক দর্শক স্টলে উপস্থিত হয়ে মাতৃভাষায় কিভাবে চীনা ভাষা শিখতে পারবে সেই সম্পর্কে জানতে চায় এই সংস্থার কার্যক্রম সম্পর্কে বাংলাভিশন সরাসরি অনুষ্ঠানে সাক্ষাতকার গ্রহন করা হয় শান্ত-মারিয়াম ফাউন্ডেশনের উপ-পরিচালক আবু জুবায়ের শান্ত-মারিয়াম ফাউন্ডেশনের কার্যক্রম সিআরআই- এসএমএফ কনফুসিয়াস ক্লাস কার্যক্রমের বিভিন্ন দিক তুলে ধরে কথা বলেন


সূত্র: দৈনিক আজকের প্রত্যাশা- ঢাকা ৭ ফেব্রুয়ারি ২০১১ সোমবার, ২৫ মাঘ ১৪১৭ বঙ্গাব্দ, ৩ রবিউল আউয়াল ১৪৩২ হিজরি

0 comments:

CRI's Excellent Audiences' Club Award 2013

CRI's Excellent Audiences' Club Award 2013

China's Travel Island Hainan Contest Award