Sunday, March 18, 2012

সিআরআই শ্রোতা জরিপ ২০১২


তারিখ: ১৫/০৩/২০১২

সিআরআই শ্রোতা জরিপ ২০১২

প্রিয় শ্রোতাবন্ধু,

সিআরআই-সাউথ এশিয়া রেডিও ক্লাবের পক্ষ থেকে আপনাকে শুভেচ্ছা। চীন আন্তর্জাতিক বেতার (সিআরআই) বাংলা বিভাগ এবং শ্রোতাদের মধ্যে পারস্পারিক সম্পর্ক আরো মজবুত করার লক্ষ্যে এবং সিআরআইর এফ.এম ও শর্টওয়েব সম্প্রচার, ওয়েবসাইট পরিসেবা এবং কনফুসিয়াস ক্লাসরুমের পর্যালোচনা করতে সিআরআই-সাউথ এশিয়া রেডিও ক্লাব ২০১২ সালের ১৫ই মার্চ থেকে শুরু করে ৩০ এপ্রিল ২০১২ পর্যন্ত একটি শ্রোতা জরিপের উদ্যোগ গ্রহণ করেছে। তবে এটা ঠিক যে এ জরিপের মাধ্যমে সিআরআইর সকল বিষয় তুলে ধরা সম্ভব না হলেও প্রধান কিছু বিষয়কে কেন্দ্র করে জরিপটি পরিচালিত হচ্ছে। যা সিআরআই-কে আরো সমৃদ্ধ ও সৃজনশীল করতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। আমরা আশা করছি উপরে উল্লেখিত প্রশ্নের আলোকে আপনার সুচিন্তিত মতামত ও পরামর্শ দিয়ে জরিপ কার্যক্রমে সহযোগিতা করবেন। এ প্রয়াসকে বাস্তবে রূপ দিতে হলে আপনার সহযোগিতার কোন বিকল্প নেই। এই জরিপের মাধ্যমে আপনার দেওয়া মতামত আমরা চীন আন্তর্জাতিক বেতার (সিআরআই) বাংলা বিভাগের পরিচালক ম্যাডাম ইউ কোয়াং য়ূএ-এর কাছে তুলে ধরবো। যা পরবর্তিতে চীন আন্তর্জাতিক বেতার (সিআরআই) কার্যক্রমের কর্ম পরিকল্পনায় বা অনুষ্ঠান সংস্কারে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আমরা বিশ্বাস করি।

অনুগ্রহ করে দ্রুত নির্দিষ্ট সময়ের মধ্যে জরিপ ফরমটি পুরন করে আমাদের ই-মেইল: monitor.cri@gmail.com অথবা দিদারুল ইকবাল (পরিচালক), সিআরআই-সাউথ এশিয়া রেডিও ক্লাব, বাড়ী- ৩৩৬, সেকশন- ৭, রোড- ২, মিরপুর, ঢাকা- ১২১৬ এই ঠিকানায় পাঠিয়ে দিন। জরিপে অংশগ্রহণকারী সকলের তথ্য সিআরআই-সাউথ এশিয়া রেডিও ক্লাবের ওয়েবসাইটে প্রকাশ করা হবে এবং সম্ভব হলে সিআরআইর ওয়েবসাইটেও প্রকাশের উদ্যোগ নেওয়া হবে। ধন্যবাদ

দিদারুল ইকবাল

মনিটর

চীন আন্তর্জাতিক বেতার

ঢাকা, বাংলাদেশ।

মোবাইল: ০১৭১১০৫৪৯৮৫, ০১৮১৪২৭৮৩৪৩

সিআরআই শ্রোতা জরিপ ২০১২ প্রশ্ন সমূহ

১. আপনি কি চীন আন্তর্জাতিক বেতার (সিআরআই) বাংলা বিভাগের অনুষ্ঠান শুনেন?

* হ্যাঁ, * না

২. কিভাবে আপনি চীন আন্তর্জাতিক বেতার (সিআরআই) বাংলা বিভাগের অনুষ্ঠান শুনে থাকেন এবং সাধারণত কোন ফ্রীকোয়েন্সিতে?

* FM: Dhaka-103.2 & Chittagong-105.4 MHz, * SW: 9490, 9600, 11610, 9610, 9690, 9655 & 11640 MHz, * MW: 1188 & 1269 KHz, * Internet

৩. চীন আন্তর্জাতিক বেতার (সিআরআই) এর অনুষ্ঠান শুনতে আপনি কোন মাধ্যম ব্যবহার করেন?

* মোবাইল ফোন, * রেডিও, * কম্পিউটার/ল্যাপটপ

৪. আপনি কী ধরনের মোবাইল ফোন ব্যবহার করেন এবং সেটি কি ইন্টারনেট সাপোর্ট করে?

* মোবাইলের নাম ও মডেল নং-………………...… * হ্যাঁ, * না

৫. আপনি কোন এলাকা থেকে চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান শুনে থাকেন?

* থানা এবং জেলার নাম লিখুন: …………………...………

৬. সিআরআই-তে বিদ্যমান অনুষ্ঠানগুলোর মধ্যে কোনটি কোনটি আপনি পছন্দ করেন?

* সংবাদ, * প্রতিবেদন, * নতুন আলোয় চীন, * চলুন বেড়িয়ে আসি, * সাংস্কৃতিক সম্ভার, * অর্থনীতির অগ্রযাত্রা, * মুক্ত মন মুক্ত চিন্তা, * রকমারি, * জীবন গানের দক্ষিণ এশিয়া, * প্রতিদিন চীনা ভাষা

৭. সিআরআই-এ শ্রোতাদের চিঠিপত্রের অনুষ্ঠান মুখমোখির বর্তমান সময় যথেষ্ট বলে মনে করেন?

* হ্যাঁ, * না

৮. সিআরআই থেকে আপনি আরো কী ধরনের নতুন অনুষ্ঠান শুনতে চান বা কী পরিবর্তন দেখতে চান (কোন মতামত থাকলে অনুগ্রহ করে লিখুন)?

* .…………………...………………………

৯. চীন আন্তর্জাতিক বেতার (সিআরআই) এর FM সম্প্রচারের পরিধি আরো বাড়ানো প্রয়োজন আছে বলে মনে করেন? (উত্তর হ্যাঁ হলে কোন কোন এলাকায় লিখুন)

* হ্যাঁ, ……………………………… * না

১০. সিআরআই ব্যতীত আপনার পছন্দের আন্তর্জাতিক বেতার আর কী কী? এর কারণ কী?

* বিবিসি, ……………….................………

* ভয়েস অব আমেরিকা, ……………………..

* ডয়চে ভেলে, ………………............…….

* রেডিও জাপান, …………….........……..

* রেডিও তেহরান, ……………........…….

* রেডিও ভেরিতাস এশিয়া, …………………..

* অন্যান্য..………….........................

১১. আপনি কি সিআরআই বাংলা বিভাগের ওয়েবসাইট দেখেন এবং কিভাবে?

* হ্যাঁ, * না, এবং * মোবাইল, * কম্পিউটার/ল্যাপটপ, * সাইবার ক্যাপে

১২. সিআরআই বাংলা বিভাগের ওয়েবসাইটে লাইভ অনুষ্ঠান শুনার ব্যবস্থা রাখার প্রয়োজন আছে কি?

* হ্যাঁ, * না

১৩. সিআরআইর ওয়েবসাইটে পডকাস্ট সেবা চালু করা প্রয়োজন আছে বলে মনে করেন?

* হ্যাঁ, * না

১৪. সিআরআই বাংলা বিভাগ থেকে প্রচারিত প্রতিদিনের অনুষ্ঠানঅডিও/MP3/iTunes ফাইল আকারে ওয়েবসাইটে আর্কাইভ করে রাখা প্রয়োজন বলে মনে করেন?

* হ্যাঁ, * না

১৫. সিআরআই বাংলা বিভাগ থেকে প্রচারিত প্রতিটি অনুষ্ঠানের বিবরণ ওয়ার্ড ডকুমেন্টস আকারে ওয়েবসাইটে আর্কাইভ করে রাখা প্রয়োজন বলে মনে করেন?

* হ্যাঁ, * না

১৬. সিআরআই বাংলা বিভাগের ওয়েবসাইটে আলাদাভাবে শ্রোতাদের জন্য এক জায়গায় সমৃদ্ধ আকারে মতামত প্রকাশের বিভাগ/কর্ণার থাকার প্রয়োজন আছে কি?

* হ্যাঁ, * না

১৭. সিআরআই বাংলা বিভাগের ওয়েবসাইটে সিআরআইর সকল তালিকাভূক্ত শ্রোতা সংঘের গ্রুপ ছবিসহ সংক্ষিপ্ত পরিচিতি প্রকাশ করা এবং আর্কাইভ আকারে রাখা প্রয়োজন বলে মনে করেন?

* হ্যাঁ, * না

১৮. সিআরআই বাংলা বিভাগ থেকে প্রকাশিত পুবের জানালা নিয়মিত এবং আরো সমৃদ্ধ আকারে প্রকাশ করা প্রয়োজন বলে মনে করেন?

* হ্যাঁ, * না

১৯. বাংলাদেশে প্রতি বছর একুশে গ্রন্থমেলায় চীন আন্তর্জাতিক বেতার (সিআরআই) এর অংশগ্রহণ করার প্রয়োজন আছে বলে মনে করেন কি?

* হ্যাঁ, * না

২০. বাংলাদেশে চীনা ভাষা শিক্ষার কার্যক্রম সিআরআই কনফুসিয়াস ক্লাসরুমের কার্যালয় আরো বাড়ানোর প্রয়োজন আছে বলে মনে করেন? (উত্তর হ্যাঁ হলে কোন কোন এলাকায় লিখুন)

* হ্যাঁ, …………………... * না, * মন্তব্য নেই

২১. বাংলাদেশ-চীন মৈত্রীর সম্পর্ক আরো সুগভীর করতে এবং শ্রোতাদের সাথে সিআরআই ও চীনের মধ্যে যোগাযোগ আরো সহজ করতে তথ্য ও সাংস্কৃতিক মাধ্যম হিসেবে বাংলাদেশে সিআরআইর ব্যুরো অফিস থাকার প্রয়োজন আছে বলে মনে করেন?

* হ্যাঁ, * না

২২. বাংলাদেশে প্রতি বছর চীন আন্তর্জাতিক বেতার (সিআরআই) এর শ্রোতা সম্মেলন আয়োজন করা প্রয়োজন আছে বলে মনে করেন? (উত্তর হ্যাঁ হলে প্রতি বছর কোন মাসে?)

* হ্যাঁ, …………...………..মাসে, * না

জরিপে অংশগ্রহণকারী শ্রোতার নাম:

শ্রোতা সংঘের নাম (যদি থাকে):

যোগাযোগ ঠিকানা:

মোবাইল/ফোন নাম্বার:

ই-মেইল ঠিকানা:

মতামতদাতার স্বাক্ষর ও তারিখ

0 comments:

CRI's Excellent Audiences' Club Award 2013

CRI's Excellent Audiences' Club Award 2013

China's Travel Island Hainan Contest Award