Wednesday, March 7, 2012

সিনহুয়া বার্তা সংস্থার প্রামাণ্যচিত্রে সিআরআই-এসএমএফ কনফুসিয়াস ক্লাসরুম


বাংলাদেশের ঢাকায় অবস্থিত সিআরআই-এসএমএফ কনফুসিয়াস ক্লাসরুমের চীনা ভাষা শিক্ষার কার্যক্রম নিয়ে খুব শীঘ্রই চীনের সিনহুয়া বার্তা সংস্থায় সম্প্রচার করা হবে একটি বিশেষ প্রামাণ্যচিত্র। ৭ই মার্চ ২০১২ এই প্রামাণ্যচিত্রটি নির্মান করেন, সিনহুয়া বার্তা সংস্থার ঢাকা ব্যুরো চীফ চিয়াং হুয়া। প্রামাণ্যচিত্রটিতে থাকবে সিআরআই-এসএমএফ কনফুসিয়াস ক্লাসরুমের চীনা ভাষা শিক্ষার্থীদের পরিচয় ও চীনা ভাষা শিক্ষার উদ্দেশ্য, চীনা ভাষার পাঠক্রম পরিচালনার ধরণ, চীনা ভাষা শিক্ষাদানকারী বাঙালী শিক্ষকের অনুভূতি ও মতামত, চীনা ভাষা শিক্ষার্থীদের কন্ঠে চীনা সঙ্গীত পরিবেশনা এবং চীনা ভাষার কোর্স সম্পন্নকারী শিক্ষার্থীদের মাঝে সনদপত্র বিতরণ ইত্যাদি। প্রামাণ্যচিত্রটিতে অংশ নিয়েছেন, চীনা ভাষার শিক্ষার্থীবৃন্দ, চীনা ভাষার শিক্ষক ও সিআরআই বাংলা বিভাগের সাবেক বিদেশী ভাষা বিশেষজ্ঞ মহিউদ্দীন তাহের, সিআরআই-এসএমএফ কনফুসিয়াস ক্লাসরুমের চীনা পরিচালক শিয়ে নান আকাশ, সিআরআই শ্রোতা সংঘ প্রতিনিধি প্রমূখ। ছবির অ্যালবাম দেখতে লগইন করুন- http://www.cri-sarc.blogspot.com/2012/03/cri-smf-cnc-photo.html ই ঠিকানায়।


দিদারুল ইকবাল

মনিটর

চীন আন্তর্জাতিক বেতার

ঢাকা, বাংলাদেশ




0 comments:

CRI's Excellent Audiences' Club Award 2013

CRI's Excellent Audiences' Club Award 2013

China's Travel Island Hainan Contest Award