সিআরআই’র ২০১১ শ্রেষ্ঠ শ্রোতাসংঘ পুরস্কার পেল-
“সিআরআই-সাউথ এশিয়া রেডিও ক্লাব”
২০১১ সালের ৩ ডিসেম্বর ছিলো চীন আন্তর্জাতিক বেতার বা সিআরআই প্রতিষ্ঠার ৭০তম বার্ষিকী। বিশ্বের পাঁচটি মহাদেশে সিআরআই'র ৩ হাজার ১ শ' ৬৫টি শ্রোতাসংঘ রয়েছে। এর মধ্যে বেতার শ্রোতাসংঘ ও নেট ব্যবহারকারী সংগঠন অর্ন্তভূক্ত রয়েছে। বিদেশি শ্রোতাসংঘগুলো বহু বছর ধরে চীনা সংস্কৃতি ও সিআরআই'র প্রচার, বিভিন্ন দেশের জনগণকে চীন সম্পর্কে জানানো এবং মৈত্রী জোরদার করার ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা পালন কর চলেছে।
সিআরআই'র ৭০তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনের অংশ হিসেবে এবং বিদেশি শ্রোতাসংঘের উন্নয়ন ত্বরান্বিত করার লক্ষ্যে সিআরআই সারা বিশ্বে দশটি শ্রেষ্ঠ শ্রোতাসংঘ নির্বাচন করার ঘোষণা দেয়।
যেসব শ্রোতাসংঘ নিয়মিতভাবে সিআরআই'র অনুষ্ঠান শুনছে ও ওয়েবসাইট দেখছে এবং চীনা সংস্কৃতি ও সিআরআই'র অনুষ্ঠান প্রচার সম্পর্কিত কর্মসূচি এবং সিআরআই'র ৭০তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনী অনুষ্ঠান আয়োজন করেছে বা অংশ নিয়েছে, তারা এই নির্বাচনে অংশ নেওয়ার যোগ্য বলে বিবেচিত হবে।
অংশগ্রহণেচ্ছু শ্রোতাসংঘগুলোকে তাদের উপকরণ অর্থাৎ নিজেদের সম্পর্কে বর্ণনা এবং চীনা সংস্কৃতি বা সিআরআই'র প্রচার সম্পর্কে আয়োজিত বিভিন্ন অনুষ্ঠানের অডিও, ভিডিও, ছবি, খবর বা প্রতিবেদন ২০১১ সালের ১ আগস্টের আগে সিআরআই দপ্তরে পাঠাতে বলা হয়।
বাংলাদেশ থেকে সিআরআই-সাউথ এশিয়া রেডিও ক্লাব ১লা অক্টোবর ১৯৯৭ সাল থেকে ২০১১ সালের ২০ জুলাই পর্যন্ত চীনা সংস্কৃতি ও সিআরআই’র প্রচারনা এবং মৈত্রী সম্পর্ক জোরদার করার লক্ষ্যে যত ধরনের সাংগঠনিক কর্মসূচী পালন করেছে তার সকল উপকরণ যেমন, খবর বা প্রতিবেদন, ছবি, বিভিন্ন পত্রিকার কার্টিং, সংগঠনের বর্ণনা ও অন্যান্য তথ্য দিয়ে তৈরী ডকুমেন্টারী বই এবং ভিডিও চিত্রসহ সিআরআই'র ৭০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে ঢাকা ও চট্টগ্রামে আয়োজিত ৩টি উদযাপনী অনুষ্ঠানের বিশেষ প্রতিবেদন, ছবি ও ভিডিও ডকুমেন্টারী ২৬ জুলাই ২০১১ তারিখে সিআরআই’র বিদেশী ভাষা বিশেষজ্ঞ আবাম সালাউদ্দিনের মাধ্যমে সিআরআই বাংলা বিভাগের দপ্তরে পাঠানো হয়।
0 comments:
Post a Comment