Sunday, March 25, 2012

CRI is seeking Monitor (সি.আর.আই বাংলা বিভাগে মনিটর নিয়োগ)

প্রিয় শ্রোতা বন্ধুরা,

চীন আন্তর্জাতিক বেতার বিশ্বের বিভিন্ন দেশের বিভিন্ন ভাষাভাষি এবং জাতি গোষ্ঠির ইতিহাস ঐতিহ্যকে তুলে ধরে তাদের সামাজিক, সাংস্কৃতিক অর্থনৈতিক উন্নয়নে ৬৯টি ভাষায় সম্প্রচারের মধ্য দিয়ে সহায়তার হাত বাড়িয়ে চীনের সাথে তাদের মৈত্রির বন্ধনকে দৃঢ় থেকে দৃঢ়তর করার লক্ষ্যে ৭০ বছর ধরে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেবাংলা ভাষা এর মধ্যে অন্যতম

বাংলা ভাষায় প্রচারিত অনুষ্ঠানের মান উন্নয়নের মাধ্যমে অনুষ্ঠানকে বাংলা ভাষাভাষি অঞ্চলের শহর গ্রাম গ্রামান্তরের সকল মানুষের কাছে পৌঁছে দিয়ে উভয়ের মধ্যেকার সম্প্রীতিকে আরো দৃঢ়তর করার লক্ষ্যে আমরা বাংলাদেশ থেকে সিআরআই বাংলা বিভাগের জন্য আরো এক'জন 'মনিটর' নিয়োগ করা হবে লক্ষ্যে বাংলাদেশের সকল শ্রোতা শুভান্যুধ্যায়ীদের কাছ থেকে আবেদন পত্র আহ্বান করা যাচ্ছে

আবেদনকারীর যোগ্যতা:

১) সংবাদ সম্পর্কিত অভিজ্ঞতাসহ মনিটরিং-এর কাজে সার্বিকভবে দক্ষ হতে হবে

২) আবেদনকারী নিজের বিস্তারিত বিবরণ, অভিজ্ঞতা, দক্ষতা এবং শিক্ষাগত যোগ্যতার অনুকূলে সকল সনদপত্রসমূহ পাঠাতে হবে।

আবেদনের শেষ সময়:

১৫ এপ্রিল ২০১২

আবেদনপত্র পাঠানোর ঠিকানা:

(১)

Director

Bangla Department

China Radio International

16 A Shijingshan road

Dist. Shijingshan

Beijing- 100040

P.R. China

(২)

ben@cri.com.cn




বিস্তারিত দেখুন: http://bengali.cri.cn/521/2012/03/28/41s122186.htm




দিদারুল ইকবাল

মনিটর

চীন আন্তর্জাতিক বেতার

ঢাকা, বাংলাদেশ।

মোবাইল: ০১৭১১০৫৪৯৮৫, ০১৮১৪২৭৮৩৪৩

0 comments:

CRI's Excellent Audiences' Club Award 2013

CRI's Excellent Audiences' Club Award 2013

China's Travel Island Hainan Contest Award