সিআরআই’র ২০১১ শ্রেষ্ঠ শ্রোতাসংঘ পুরস্কার পেল-
“সিআরআই-সাউথ এশিয়া রেডিও ক্লাব”
সিআরআই'র ৭০তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনী অনুষ্ঠানের আয়োজনসহ বহু বছর ধরে চীনা সংস্কৃতি ও সিআরআই'র প্রচার, নিজ দেশের জনগণকে চীন সম্পর্কে জানানো এবং মৈত্রী জোরদার করার ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা পালন করা, নিয়মিতভাবে সিআরআই'র অনুষ্ঠান শুনা ও ওয়েবসাইট দেখা এবং সিআরআই'র অনুষ্ঠান প্রচার সম্পর্কিত নিয়মিত কর্মসূচি পালন করায় বাংলাদেশ থেকে “সিআরআই-সাউথ এশিয়া রেডিও ক্লাব”-কে ২০১১ সালের শ্রেষ্ঠ শ্রোতাসংঘ হিসেবে ১১ই মার্চ ২০১২ তারিখ রবিবার (সন্ধ্যে ৬:৩০ মিনিটে এফ.এম ১০৩.২০ মেগাহার্জ এবং সন্ধ্যে ৭টা থেকে ৮টা, ৮টা থেকে ৯টা, ৯টা থেকে ১০টা পর্যন্ত শর্টওয়েভ ৯৪৯০, ৯৬০০, ১১৬১০, ৯৪৯০, ৯৬১০ ও ৯৬৯০ মিটারব্যান্ডে) চীন আন্তর্জাতিক বেতার বাংলা বিভাগ থেকে প্রচারিত “জীবন গানের দক্ষিণ এশিয়া” পর্বে শ্রোতাদের চিঠি পত্রের জবাবের অনুষ্ঠান “মুখোমুখি”তে ঘোষণা করেন চীন আন্তর্জাতিক বেতার বাংলা বিভাগের বিশেষজ্ঞ ছাই ইউয়ে মুক্তা।
0 comments:
Post a Comment